বি গ্রুপে হাড্ডাহাড্ডি লড়াই
কঠিন সমীকরণে স্পেন-পর্তুগাল-ইরান
প্রকাশিত : ০২:০১ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার
রাশিয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ঘটছে দুর্ঘটনা। তবে খুব বড় দুর্ঘটনা না ঘটলেও বি গ্রুপের সমীকরণটা বেশ জটিল হয়ে পড়েছে। বি গ্রুপ থেকে ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেন, ফর্মের তুঙ্গে থাকা পর্তুগাল ও ইরান তিন দলেরই দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবণা আছে। আজকেই নির্ধারিত হয়ে যাচ্ছে কে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে।
আজ রাত ১২ টায় পৃথক খেলায় মাঠে নামছে পর্তুগাল-ইরান ও স্পেন-মরক্কো। ইরানের সঙ্গে ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত পর্তুগালের। হারলে চেয়ে থাকতে হবে স্পেন-মরক্কো ম্যাচের দিকে। এদিকে মরক্কো-স্পেন ম্যাচ ড্র করলেও গোল ব্যবধানের দিকে নজর দিতে হবে পর্তুগালকে।
স্পেন ও পর্তুগালের পয়েন্ট সংখ্যা সমান। দুই দলেরই চার পয়েন্ট করে রয়েছে। অন্যদিকে ইরানের রয়েছে ৩ পয়েন্ট। আজ ইরান জিতলেই চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে স্পেনের ড্র বা জিত যাই আসুক না কেন দলটি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। তবে মরক্কোর বিপক্ষে হারলে দলটির দ্বিতীয় রাউন্ডে যাবার সম্ভাবণা একেবারে ফিকে হয়ে যাবে।
স্পেন ও পর্তুগাল উভয়ই যদি জয় পায় তাহলে তুলনামূলক বড় জয় পাওয়া দলটি গ্রুপ সেরা হবে। আবার দুই দলই যদি হারে সেক্ষেত্রে তুলনামূলক বড় ব্যবধানে হারা দলটি বাদ পড়বে। দুই দলই যদি ড্র করে তবে তুলনামূলক বেশি গোল করে ড্র করা দলটি গ্রুপ চ্যাম্পিয়ন ও অন্যটি রানার্সআপ হবে। উল্লেখ্য দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মরক্কোর।
এমজে/