ঘুরে দাঁড়াতে মরিয়া মেসি বাহিনী
প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার | আপডেট: ০২:০৯ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার
রাশিয়া বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি মেসির দল আর্জেন্টিনা। প্রথম ম্যাচ ড্র দিয়ে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে তিন গোল হজম করতে হয়েছে মেসি বাহিনীকে। বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে অনেকটায় ‘হতাশ’ লিওনেল মেসি। তবে নাইজেরিয়ার সঙ্গে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে উড়ে যায়। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর আগেই বিদায়ের শঙ্কায় রয়েছে হোর্হে সাম্পাওলির দল।
আগামী মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলে হয়তো শেষ ষোলোয় পা রাখতে পারবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেজন্য গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও তাকাতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
দলের সবচেয়ে বড় তারকা ৩১ বছর বয়সী মেসি এখনও টুর্নামেন্টে কোনো গোল করতে বা করাতে পারেননি। প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে মেসির ব্যর্থতাকে মানবীয় বলেই মনে করেন মাসচেরানো। সংবাদ সম্মেলনে এই মিডফিল্ডার বলেন, “লিও ভালো আছে, কিন্তু দলীয়ভাবে বিষয়গুলো আমাদের পছন্দমতো হচ্ছে না। আমাদের প্রত্যেকের নিজস্ব হতাশা আছে।”
“সে একজন মানুষ এবং তার নিজস্ব হতাশা আছে। কিন্তু পরিস্থিতি পাল্টাতে সে মরিয়া।”
“প্রথম দুই ম্যাচে আমরা যা দেখিয়েছি তার চেয়ে একটা ভিন্ন চিত্র সে বিশ্বকে দেখাতে চায়।”
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ত পিতার্সবুর্গে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই সময়ে রস্তোভ-অন-ডনে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া।
টিআর/