ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন কে?

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার

আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে। ওই ম্যাচে শিশুসুলভ গোল খেয়ে সমালোচিত হচ্ছেন আর্জেন্টাইন বুড়ো গোলকিপার উইলি ক্যাবায়েরো। এই গোল খাওয়ার পর তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এর আগের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষেও বাজে পারফরমেন্স করেছে আর্জেন্টাইন গোলকিপার।

আগামী ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেই কেবল দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে দলটি। তারপরও তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। এদিকে এমন সমীকরণ সামনে রেখে আর্জেন্টাইন গোলপোস্ট নিশ্চিদ্র নিরাপদ রাখা দরকার। তাই ক্যাবায়েরোর বদলে কাকে মাঠে নামাবে আর্জেন্টিনা? সে বিষয়ে এখনো অবশ্য কিছু খোলসা করে জানানো হয়নি।

বয়স, অভিজ্ঞতা, ক্লাব বিচারে এখনও আর্জেন্টিনা দলের গোলরক্ষক হিসেবে এগিয়ে উইলি ক্যাবায়েরো। তবে তার বয়সটাও একটা ব্যাপার। তিনি তো আর `বুফন` নয় যে ৩৬ বছর বয়সেও চোখ ধাঁধাঁনো কিছু করে দেখাবেন। মৌসুম জুড়ে চেলসির ব্যাক আপ গোলরক্ষক হিসেবে খেলেছেন ক্যাবায়েরো। চলতি মৌসুমে মাত্র ৩ ম্যাচে চেলসির গোলবারের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন তিনি। ২০১৪-১৭ সাল পর্যন্ত ছিলেন ম্যানসিটির গোলরক্ষক। সেখানে তিনি খেলতে পেরেছেন মাত্র ২৩ ম্যাচে। অর্থাৎ ক্লাবে ক্যাবায়েরো ৪ বছরে খেলেছেন মাত্র ২৬ ম্যাচ।

ক্যাবায়েরো যদি নাইজেরিয়া ম্যাচে সুযোগ না পান তবে গোলবারের নিচে দেখা যেতে পারে ফ্রাঙ্কো আরমানিকে। তার বয়স হয়েছে ৩১ বছর। তবে জাতীয় দলের জার্সি এখনো গায়ে চাপানো হয়নি। গোলরক্ষক হিসেবে দলে সুযোগ পাওয়ার জন্য বয়সটা বেশ মানান সই। ক্লাবে মোটামুটি তিনি নিয়মিত। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে তিনি চলতি বছরে খেলেছেন ১৪ ম্যাচ। তবে কলম্বিয়ান ক্লাব অ্যাথলেটিকো ন্যাশিওনালে ২০১০-১৮ মৌসুমে তিনি খেলেছেন ১৩৫ ম্যাচ।

এরপর দলে সুযোগ পেতে পারেন নাহুয়েল গুজম্যান। খেলেন মেক্সিকোর ক্লাব `টাইগার্স ইউএএনএলে`। তবে আর্জেন্টিনা দলে যে তিনজন গোলরক্ষক আছেন তার মধ্যে সবচেয়ে নিয়মিত ক্লাবে সুযোগ মিলেছে গুজম্যানের। ২০১৪ সাল থেকে খেলছেন মেক্সিকান ক্লাবে। সেখানে চার বছরে খেলে ফেলেছেন ১৫৮ ম্যাচ। জাতীয় দলের জার্সি পরেও অবশ্য মাঠে নেমেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ছয় ম্যাচ যা ক্যাবায়েরোর (৫) থেকেও এক ম্যাচ বেশি।

এখন দেখার বিষয় আর্জেন্টিনা তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলবার সামলানোর জন্য কাকে বেছে নেন সাম্পাওলি। তবে ইতোমধ্যে খবর চাউর হয়েছে, সাম্পাওলি নন মেসিরা যাকে গোলবারের নিচে চান, তাকেই জায়গা দেওয়া হবে। সে ক্ষেত্রে কে যাচ্ছেন আর্জেন্টাইন গোলবারের নিচে, এবার দেখার পালা।

এমজে/