ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

যমুনার ভাঙ্গণের তোড়ে অনেক মানুষই পাননি ঈদের স্বাদ

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:০৯ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার

যমুনার প্রবল ভাঙ্গণের তোড়ে এবার গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার নদী পাড়ের অনেক মানুষই পাননি ঈদের স্বাদ। পাড় ভেঙ্গে তাদের বসতভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে রোজই। ঈদকে ঘিরে সবাই যখন খুশিতে ব্যস্ত, তখন যমুনা পাড়ের এসব বাসিন্দাদের সহায় বাঁচাতেই নাভীশ্বাস। ভাঙ্গন ঠেকাতে দ্রুত সরকারি পদক্ষেপ দাবি তাদের। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় যমুনার ১০টি পয়েন্টে চলছে ব্যাপক ভাঙ্গন। কয়েক দিনে বিপদসীমার উপরে পানি বেড়ে ধসে গেছে স্লুইচ-গেট, অনেক মানুষের বসতভিটাও। তাই  ঈদ আর নতুন করে কোন খুশির ছাপ আনতে পারেনি নদী পাড়ের অসহায় মানুষগুলোর মুখে। পাড়ের বাসিন্দারা বলছেন, নদীতে সব হারিয়ে দিনযাপনই দায় হয়ে উঠেছে, সেখানে ছেলে-পুলেকে ঈদে নতুন কিছু দেয়ার কথা চিন্তাও করতে পারেননি। পানি উন্নয়ন বোর্ড বলছে,ভাঙ্গণ ঠেকানোর জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। যমুনারই পাড় ঘেঁষা আরেক জেলা সিরাজগঞ্জের চৌহালীতেও একই চিত্র। রোজই নদীতে বিলীন হচ্ছে, কারও না কারও বাড়ি-ঘর। সহায় গুটিয়ে টিকে আছেন কোনরকমে, দু-বেলা ভালো রান্না চুলোয় উঠছে না অনেকেরই। এমন দুদর্শা যেখানে, তাদের কি বা আর ঈদ আনন্দ। সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনই প্রত্যাশা এখানকার বাসিন্দাদের।