ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১৯ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এক টুইট বার্তায় প্রণব মুখার্জি বলেন, এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে বাংলাদেশের মানুষের পাশে থাকবে। এসব শক্তিকে পরাজিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। এর আগে রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার পরও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি।