ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেসিদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ম্যারাডোনা   

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার

আশা করেছিলেন মেসিরা হতাশ করবে না। তাই বেশ আয়েশে গ্যালারিতে বসে দেখছিলেন। কিন্তু খেলার শেষে দেখা গেল চোখে অশ্রু। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিধ্বস্ত হওয়ার করুণ চিত্র মাঠে বসেই দেখেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী তারকা ডিয়েগো ম্যারাডোনা। চোখের সামনে দলের এমন ভরাডুবিতে বিমর্ষ হয়েছেন। তাই নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দলটির সঙ্গে দেখা করতে মনস্থির করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

দলটির বর্তমান দশায় খুবই ক্ষিপ্ত আর হতাশ মেসিদের সাবেক কোচ ম্যারাডোনা। তাই বর্তমান আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সমালোচনাও করেছেন। বরাবরের মতো ঝাঁঝালো ভাষাতেই বলেছেন, ‘এটা আমাদের মারাত্মক ক্ষতি করেছে। তাই সাম্পাওলির শিষ্যদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’ বোঝাই যাচ্ছে মেসিদের মনোবল চাঙা করতেই অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু ভাগাভাগি করতে চান ম্যারাডোনা। প্রয়োজনে সাবেক অনেক সতীর্থকে সঙ্গে রাখতে চান আর্জেন্টাইন কিংবদন্তি।

ক্রোয়েশিয়ার কাছে হারের পর সুতোর ওপর ঝুলছে আর্জেন্টিনার ভাগ্য। শেষ ষোলোতে যেতে হলে নাইজেরিয়াকে অবশ্যই হারাতে হবে আলবিসেলেস্তেদের। এমন হারের পর নিজের ক্ষিপ্ত মনোভাবের কথা এভাবেই উগড়ে দিলেন ম্যারাডোনা, ‘আমি একই সঙ্গে ক্ষিপ্ত ও মানসিকভাবে বিপর্যস্ত। কারণ যারা এই শার্ট পরিধান করে আছে তারা জানে না ক্রোয়েশিয়ার মতো দল তাদের কীভাবে মাড়িয়ে গেছে। অথচ এটা কোনও জার্মানি, ব্রাজিলের মতো, নেদারল্যান্ডস অথবা স্পেনের মতো দল নয়।’

এসি