ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

‘পোড়ামন ২’ এর রেকর্ড 

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২৫ জুন ২০১৮ সোমবার

এবারের ঈদে রেকর্ড পরিমাণ ব্যব্সা করেছে পোড়ামন ২ সিনেমাটি। এমনটাই দাবি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার। মুক্তির প্রথম সপ্তাহের শেষে জানা গেল কয়েকটি হল রিপোর্ট। মাত্র ৭ দিনের মাথায় সিনেমাটি আয় করে প্রায় কোটি টাকা। দেশের ২২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর পরই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। নতুন জুটির এই সিনেমাকে সবাই সাদরে গ্রহণ করে। এখনো দর্শক উপভোগ করছে চলচ্চিত্রটি।  

জানা যায়, বলাকা, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী ও বর্ষা (গাজীপুর) এই ৫টি সিনেমা হল থেকে ৭ দিনে গ্রস সেল হয়েছে ৯২ লাখ ৪৮ হাজার ২১৮ টাকা। জাজ উল্লেখ করে, গ্রস সেল হিসেবে বলাকা : ২৮,৩২,২৬৮ টাকা, স্টার সিনেপ্লেক্স : ৯,৭৭,১৫০ টাকা, যমুনা ব্লকবাস্টার : ৩৫,২৮,৪০০ টাকা, শ্যামলী : ১৪,৫৯,৯৫০ টাকা, বর্ষা (গাজীপুর) : ৪,৫০,৪৫০ টাকা আয় করে।

বাংলাদেশের সিনেমায় যখন দর্শক বিমুখ। তখন পোড়ামন ২ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দ্বিতীয় সপ্তাহেও বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারাসহ আরও অনেকে।

এসি