হিলারি ক্লিনটনকে এফবিআই রেহাই দিলেও এবার তদন্ত শুরু করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ৮ জুলাই ২০১৬ শুক্রবার
ইমেইল কেলেঙ্কারির অভিযোগ থেকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে এফবিআই রেহাই দিলেও এবার তদন্ত শুরু করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
গেলো মঙ্গলবার হিলারির বিরুদ্ধে ব্যক্তিগত ই-মেইলে সরকারি তথ্য আদান-প্রদানের বিষয়ে কোন অভিযোগ আনছে না বলে জানায় এফবিআই। সংস্থাটির পরিচালক জেমস কমি জানান, তার বিরুদ্ধে অভিযোগ আনার যুক্তিসঙ্গত কোনো কারণ পাওয়া যায়নি। এবার এর তদন্ত শুরু করার বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি জানান, দ্রুত তদন্ত কার্যক্রম চালানো হলেও নাটকিয়ভাবে শেষ করা হবে না। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারী নিজের ব্যক্তিগত ই-মেইল সার্ভার থেকে শতাধিক গুরুত্বপূর্ণ ই-মেইল আদান প্রদান করেন বলে অভিযোগ ওঠে।