ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ রিজভীর
প্রকাশিত : ০১:৩০ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:৪২ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার
গাজীপুর সিটি নির্বাচনের শতাধিক ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি ।
রিজভী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন বারবার অভিযোগ করার পরও তারা কোনো প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে না। তাদের অবস্থা ভাঙা হাড়ির মতোই। হাড়ি ভাঙলে যেমন জোড়া লাগে না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও এর কোনো প্রতিকার পাওয়া যায় না।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, `সরকারের অবস্থা হচ্ছে কয়লার মত। কয়লা ধুলে যেমন ময়লা যায় না। ঠিক এদের স্বভাবও কখনও বদলায় না। এরা মরলেও স্বভাব পরিবর্তন করবে না। ৭৫- এও এরা একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। এবারও একই কায়দায় বাকশালী শাসন কায়েম করেছে।
রিজভী বলেন,`নির্বাচন শুরুর পর থেকে শতাধিক ভোট কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। জাল ভোট, মারধর ও ভোট জালিয়াতির মহোৎসব চলছে। নজিরবিহীনভাবে বিএনপি এজেন্টদের গ্রেফতার করা হয়েছে।`
তিনি বলেন, `পুলিশ আওয়ামী ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাদের উপস্থিতিতে বিএনপির এজেন্ট বের করে দিয়ে সরকারি দলের প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে সীল মারছে। ভোটার উপস্থিত থাকলেও বলা হচ্ছে ভোট হয়ে গেছে।
টিআর/