মেসি-রোনালদো বাজে কে?
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৬ জুন ২০১৮ মঙ্গলবার
রাশিয়া বিশ্বকাপের সেরা কে? মেসি নাকি রোনালদো! এই জবাব অনেক আগেই পেয়ে গেছেন দর্শকরা। রোনালদো একাই পর্তুগালকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। অন্যদিকে মেসির ব্যর্থতায় ডুবছে আর্জেন্টিনা। তাই স্বভাবতই সবাই বলছেন, এখন পর্যন্ত সেরা রোনালদো-ই।
তবে ইরানের বিপক্ষে গতকালকের ম্যাচের পর পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ। গতকালকের ম্যাচে যারপরনাই বাজে খেলেছেন পর্তুগিজ তারকা রোনালদো। করেছেন পেনাল্টি মিস। এবারের বিশ্বকাপের প্রথম পেনাল্টিটাই মিস করেছিলেন মেসি। এরপর চারদিক থেকে দুয়োধ্বনি শুনতে হয় তাকে। অনেকেই বলতে শুরু করেন, এবারের বিশ্বকাপের সবচেয়ে বাজে ফুটবলার মেসি। তবে রোনালদোর পেনাল্টি ম্যাচ ও তার নিশ্চলতার কারণে এবার রোনালদোকেই বলা হচ্ছে বাজে ফুটবলার।
এর আগে রাশিয়া বিশ্বকাপে দুই ম্যাচে গোল করেছেন চারটি। সোনার বুটের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে ইংল্যান্ডের হ্যারি কেনের। যিনি এই বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচ গোল করে শীর্ষে। অথচ প্রথম ম্যাচের পর রোনালদোই ছিল অপ্রতিদ্বন্দ্বী।
রোনালদো ফের জাদু দেখান কি না, তা উপভোগ করতেই খেলাটা উপভোগ করছিলেন দর্শকরা। কিন্তু নিরাশ করলেন তিনি। এক পয়েন্ট পেলেই পর্তুগাল নক আউটে চলে যেত। তাই কি রোনাল্ডোর মধ্যে মরিয়া তাগিদ দেখা গেল না? বল পায়ে এলে তবে সচল হলেন। আক্রমণ গড়তে নেই বাড়তি তাগিদও। মেসির পরে এই বিশ্বকাপের পঞ্চম খেলোয়াড় হিসেবে নষ্ট করলেন পেনাল্টি। দেখলেন হলুদ কার্ডও।
দ্বিতীয়ার্ধে রোনাল্ডোর পেনাল্টি নষ্টের পরেই তেতে যায় কুইরোজ়ের দল। পর্তুগালের সঙ্গে ড্র করে এশিয়ার ফুটবলের মান বাড়িয়ে গেল ইরান। আর এক গোল করলেই শেষ ষোলোয় পৌঁছে যেত তারা। পর্তুগালের থেকে এই ম্যাচে প্রাপ্তি একমাত্র কোয়ারেজ়মার গোলটা। এদিকে রোনালদোও এদিনে মিস পাস দিয়েছেন। নোটবুক খুলে দেখতে পাচ্ছি মোট ৬৮টি ‘মিস পাস’ করেছেন রোনালদো।
সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে করিম আনসারিফার্দ গোল করার পরে টিভিতে ইরান কোচের মুখটা দেখাল। হতাশা স্পষ্ট। গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে উরুগুয়ের সামনে রোনালদোরা। সুরায়েসদের বিরুদ্ধে এ রকম গা-ছাড়া মনোভাব দেখালে কিন্তু ভুগতে হবে রোনালদোর পর্তুগালকে। তার আগেই প্রশ্ন উঠছে বাজে কে ? মেসি না রোনালদো। কলঙ্ক ঘুচাতে মেসিকে আজকে কিছু একটা করে দেখাতেই হবে। অন্যদিকে পর্তুগালের বিপক্ষেও দারুণ খেলতে হবে রোনালদোর।
এমজে/