ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

গুলশানে জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০২:৫৩ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার

অস্থায়ী বেদীতে ফুল দিয়ে, গুলশানে জঙ্গী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষ। এদিকে কুটনৈতিক পাড়াসহ গুলশান এলাকায় কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন পুলিশ। রাজধানীর অন্যান্য ব্যস্ততম সড়ক গুলোতে ঈদের ছুটির কারণে যান চলাচল কম থাকলেও বিভিন্ন পয়েন্টে তল্লাশী চালাচ্ছে আইনশৃংখলা বাহিনী। প্যাকেজ : গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গী হামলার পর প্রতিদিনই নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে যান  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শনিবারও অস্থায়ী বেদীতে ফুল দেন অনেকেই। ঐ এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে ঈদের লম্বা ছুটির কারনে এখনো ঢাকার রাস্তা অনেকটাই ফাকা। রাজধানীর প্রতিটি রাস্তায় নিরাপত্তা তল্লাশিতে তৎপর পুলিশ। পিছিয়ে নেই র‌্যাব সদস্যরাও। এদিকে নিরাপত্তা জনিত কারনে মিন্টো রোড, পার্ক রোডসহ কয়েকটি গুরত্বপূর্ন সড়কে যান চলাচলে বন্ধ করে রেখেছে পুলিশ।