ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর

প্রকাশিত : ০৩:০০ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৩:০০ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাস্তার শৃংখলা ও সড়কের মান উন্নয়নে কোন ধরণের আপস করা হবেনা। শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ দেখতে গিয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী। এসময় তিনি আরো বলেন, কোটি কোটি টাকা খরচ করে রাস্তার কাজ করা হলেও অল্প বৃষ্টিতেই তা আবার নষ্ট হয়ে যায়। মেরামতের জন্য বলা হলেও সঠিকভাবে তা মেরামত করা হয়না। মন্ত্রীরা পরিদর্শনে এলেই কেবল উদ্যোগী ভূমিকা পালন করা হয়, যা খুবই দুঃখজনক। এছাড়া রাস্তা দখল না করে শৃংখলা মেনে চলারও নির্দেশ দেন মন্ত্রী।