পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ এখনও মেরামত হয়নি, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম
প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার | আপডেট: ০৩:০৩ পিএম, ৯ জুলাই ২০১৬ শনিবার
এখনও মেরামত হয়নি সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর অধিকাংশ বেড়িবাঁধ। সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানু’য় সেগুলো নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেরিবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ফলে আতঙ্কে দিন কাটছে এসব এলাকার মানুষের।
ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ মেরামত করা হয়নি। বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে প্রবেশ করছে লবণাক্ত পানি। ফলে বর্ষার শুরুতেই কলাপাড়ার লালুয়া ও বালুয়াতলি ইউনিয়নের প্রায় ৮টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। তীব্র রূপ নিয়েছে নদী-ভাঙন। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল।
ভাঙ্গা বাঁধের কারণে রোজ দু’বার জোয়ারের পানিতে প্লাবিত হয় গ্রাম। তাই দ্রুত বাঁধ মেরামতের দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিও।
তবে বাঁধ মেরামতে কোনো আশার কথা শুনাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। দুর্ভোগের কথা বিবেচনায় দ্রুত বাঁধ মেরামতের দাবি এলাকাবাসীর।