বিজয়ী মেয়রকে সহযোগিতা করবো : হাসান সরকার
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে উচ্চতর আদালতের একজন বিচারপতির নেতৃত্বে গণশুনানির দাবি করেছেন পরাজিত বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে তিনি বিজয়ী মেয়র জাহাঙ্গীর আলমকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
আজ বুধবার সকালে গাজীপুরের টঙ্গীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী এসব কথা বলেন।
হাসান সরকার বলেন, ‘আমার দুঃখ হলো এই, আওয়ামী লীগ একটি বিরাট দল। তাদের সাধারণ সম্পাদক , তিনি বলেছেন, এর চাইতে আর ভালো নির্বাচন আর হতে পারে না। তিনি চ্যালেঞ্জ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সঙ্গে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাই। এবং এইভাবে অ্যাকসেপ্ট করতে চাই যে, একজন উচ্চ আদালতের বিচারক দিয়ে একটি গণশুনানি হোক। এই গণশুনানিতে কী বেরিয়ে আসে, গোটা জাতি তথা বিশ্ববাসী দেখুক।’
‘কারণ এর পরে আরো তিনটি নির্বাচন আছে সিটি করপোরেশনের। এই হাল যদি হয়, আমি বলব, গাজীপুরে যা হয়েছে, যদি এইটাই ধরে রাখে এই সরকার, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই।’
‘আর এই সরকারের অনিয়মের বিরুদ্ধে যদি কিছু করতে হয়, তাহলে দেশের সব ডান-বাম এবং দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে,’ যোগ করেন হাসান উদ্দিন সরকার।
বিজয়ী মেয়র সহযোগিতা চাইলে করবেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন নাগরিক হিসেবে গাজীপুর মহানগরীর উন্নয়ন আমি চাই। নগরীর উন্নয়নে আমার সহযোগিতা কেউ চাইলে অবশ্যই করবো। শুধু বিজয়ী মেয়র নন, যেকোনো সংস্থা যেকোনো উন্নয়নে আমার সহযোগিতা চাইলে আমি করবো। এটাই আমার রাজনীতি।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ৪ লাখ ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর বিএনপির হাসান সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
/ এআর /