ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ম্যারাডোনা ভালো আছেন

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার

রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডের নিজেদের শেষ স্নায়ু কাঁপানো ম্যাচের পর অসুস্থ হয়ে পড়েন ৮৬’র বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়াগো ম্যারাডোনা। মাঠে খেলে নয়, বরং নিজ দলকে প্রেরণা দিতেই প্রতি ম্যাচে মাঠে হাজির হন ম্যারাডোনা। তবে নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টাইনরা যখন ড্রয়ের শঙ্কা নিয়ে বাড়ি ফেরার পথে তখনই ভেঙ্গে যায় কোটি হৃদয়। সেই ভাঙ্গা হৃদয়ে ত্রাতা হয়ে শেষ মুহূর্তে আলোর মশাল জ্বালান মার্কোস রোহো। আর্জেন্টিনাও উঠে যায় দ্বিতীয় রাউন্ডে।

তবে স্নায়ুক্ষয়ী ম্যাচে চাপ সইতে না পেরে হাসপাতালে ভর্তি হন ম্যারাডোনা। এদিকে চিকিৎসা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ছবিতে ম্যারাডোনা লিখেছেন এখন ভালো আছি। তবে চিকিৎসকার জন্য হাসপাতালের শরণাপন্ন হয়েছিলেন কি না সেই বিষয়ে কিছু বলেননি দ্য হ্যান্ড অব গড খ্যাত ম্যারাডোনা। ইনস্টাগ্রামের পোস্টে ম্যারাডোনা বলেন, আমি ভালো আছি।


এদিকে প্রথম রাউন্ডের পরই অসুস্থ হয়ে পড়েন ম্যারাডোনা। প্রথমার্ধের সময়-ই চিকিৎসকের স্মরণাপন্ন ম্যারাডোনা বলেন, চিকিৎসক আমাকে প্রথমার্ধের পরই মাঠ ছেড়ে বাড়ি যেতে বলেন। কিন্তু এমন ম্যাচে আমি কিভাবে বাড়ি যায়।

সূত্র: বিবিসি
এমজে/