কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে বিশুদ্ধ পানির সংকট (ভিডিও)
প্রকাশিত : ১১:০৪ এএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৭ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও পৌর কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি মিলছে না মংলাবাসীর। অভিযোগ, নির্মাণ কাজে অনিয়মের কারণে শহরের দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বুঝে নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। অপরটি থেকেও পুরো মাত্রায় পানি সরবরাহ না করায় সংকট আরও প্রকট হয়েছে।
লবণ অধ্যুষিত উপকূলীয় এই এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ২০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হয় ২০১৬ সালে। যথাসময়ে কাজ শেষ হলেও পৌর কর্তৃপক্ষ তা বুঝে না নেয়ায় পানির সংকটে বাসিন্দারা।
পৌর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে; তাই প্লান্টটি বুঝে নিচ্ছেন না তারা।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে শিগগিরই প্রকল্পটি বুঝিয়ে দেয়ার কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ।
দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট দূর করার দাবি পৌরবাসীর।