ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মেসিদের ধন্যবাদ মাশরাফির

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

ফুটবলের ঈশ্বর বলেই তিনি বিশ্বে সমাদৃত। ৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক তিনি। নব্বইয়ের বিশ্বকাপে একাই দলকে টেনে গিয়েছিলেন ফাইনালে। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে হারের পর বুক ভেঙ্গে যায় দ্য গড হ্যান্ড দিয়াগো ম্যারাডোনার। সেই বুকে আবার আশার প্রদীপ জ্বালিয়েছে লিওনেল মেসি আর মার্কোস রোহোরা। শুধু কি ম্যারাডোনার স্বপ্ন বাঁচিয়েছেন। স্বপ্ন বাঁচিয়েছেন বিশ্বের অগণিত ফুটবল প্রেমীরও। আর তাইতো মেসিদের বন্দনায় এবার পঞ্চমুখ টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। ‘গুরুরড়’ বুকে আশার প্রদীপ জ্বালিয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসিদের।

সবারই জানা আর্জেন্টিনার ভক্ত মাশরাফি বিন মর্তুজা। ক্রোয়েশিয়ার সাথে হারার পরও পাশে ছিলেন দলের। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ ঘোষণার সময় সন্তানদের নিয়ে ছবি তুললেন টেলিভিশনের সামনে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন ,‘ওরা (সন্তানরা) মেসি, আমি ম্যারাডোনা। জেনারেশন, কিছু করার নাই। তবে সবাই আর্জেন্টিনা।

দিয়াগো ম্যারাডোনার অন্ধ ভক্ত মাশরাফি। তাঁকে দেখে পান প্রেরণাও। সেই ম্যারাডোনা ম্যাচটা উপভোগ করছিলেন গ্যালারিতে। দলের রুদ্ধশ্বাস জয়ের পর ডাক্তারের কাছেও যেতে হয় তাঁকে। ম্যারাডোনাকে স্বস্তি আর আনন্দ দেওয়ায় মেসিদের ধন্যবাদ জানিরয়ে মাশরাফি লিখেন,‘পৃথিবীর একজন খেলোয়াড়কে দেখলে আমার আবেগ উথলিয়ে আসে। কেন, জানি না। সে না খেললেও মনে হয় না খেলছে, আর্জেন্টাইন খেলোয়াড়দের ধন্যবাদ, আমার গুরুকে শান্তিতে একটা রাত ঘুমাতে দেওয়ার জন্য। গুরু আজ তুমি মন খুলে খাও, তোমার মতো খেলোয়াড় আমি দেখিনি। দেখতে চাইও না।’

এমজে/