মেক্সিকো বাধা টপকাতে হবে ব্রাজিলকে
প্রকাশিত : ১১:২৯ এএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার
প্রথম ম্যাচে ড্র করে ব্যাকফুটে চলে যায় রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে দলটি। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পা রাখে সেলেসাওরা। এদিকে প্রথম ম্যাচে জার্মানিকে হারিয়ে ফেভারিটের তালিকায় চলে আসে মেক্সিকো। তবে শেষম্যাচে সুইডেনের কাছে হেরে যাওয়ায় ব্যাকফুটে চলে যায় মেক্সিকানরা। তবে মেক্সিকানদের শক্তিমত্তা ঠিকই পরীক্ষায় ফেলবে সেলেসাওদের। আর কোয়ার্টারে যেতে হলে, মেক্সিকান দেওয়াল যে টপকাতেই হবে নেইমারদের।
আগামী ২ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সামারায় অনুষ্ঠিত হবে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ। আর ৩ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সেইন্ট পিতাসবুর্গে বসবে সুইডেন-সুইজারল্যান্ড ম্যাচ। এদিকে মাঠের লড়াইয়ের পাশাপাশি তীব্র প্রতিযোগিতা চলছে পয়েন্ট টেবিলেও। চমক দেখাচ্ছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। এরইমধ্যে অনেক দল নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড। তারই জের ধরে দুই জয় ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপ রানারআপ মেক্সিকো। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ দাপুটে জয় দিয়ে শুরু করলেও শেষ ম্যাচে সুইডেনের কাছে হারে মেক্সিকো।
নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে শেষ মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বুধবার রাত ১২টায় সার্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বর্তমান ফুটবলের অন্যতম তারকা নেইমারের দল। একই সময়ে অপর খেলায় কোস্টারিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করে পরের রাউন্ডে যায় সুইজারল্যান্ড।
এমজে/