মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার
সৌদি আরবের মদিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সবাই ওমরা করতে সৌদি আরবে গিয়েছিলেন।
গত মঙ্গলবার ওই দুই দুর্ঘটনায় আরও নয় জন আহত হয়েছেন বলে পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান হতাহতের খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নিহতরা হলেন- রাজধানীর মিরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫) ।
প্রবাসী বাংলাদেশি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় মারা যান জুলহাস, রাশেদ ও বাশার।
এদিকে রাসেদুল ইসলাম বাবু ওমরাহ শেষে দেশে ফেরার জন্য মদিনা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়েন। তার পরিবারের তিন সদস্যও এ ঘটনায় আহত হন।
আহতদের সবাই মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/ এআর /