ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১ ১৪৩১

একমাত্র টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

একমাত্র টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডের কাছে হেরে গেলো অস্ট্রেলিয়া। ফলে ২৮ রানের হার দিয়ে ইংল্যান্ড সফর শেষ হল বিশ্ব চ্যাম্পিয়নদের।  ফলে ২৮ রানের হার দিয়ে ইংল্যান্ড সফর শেষ হল তাদের। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। 

বুধবার এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

শুরুতে ঝড় তুললেন জস বাটলার ও জেসন রয়। শেষ করলেন অ্যালেক্স হেলস। অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়লেন অ্যারন ফিঞ্চ।

পঞ্চম ও শেষ ওয়ানডেতে বীরোচিত ব্যাটিংয়ে দারুণ সেঞ্চুরি করা বাটলার ভোগালেন টি-টোয়েন্টিতেও। মাত্র ৮ দশমিক ৫ ওভারে ৯৫ রানের জুটি গড়েন  রয় ও বাটলার। মাত্র ৩০ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৬১ রান করে আউট হন বাটলার। অন্য ওপেনার রয় ২৬ বলে ৬টি চারে করেন ৪৪।  দ্রুত ফিরেন ওয়েন মর্গ্যান। চতুর্থ উইকেটে জো রুটের সঙ্গে হেলসের ৭২ রানের জুটিতে দুইশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। ২৪ বলে ৪৯ রানে ফিরেন হেলস। রুট ২৪ বলে ৩৫। দুটি ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। অভিষিক্ত মিচেল সয়েপসন ৩৭ রানে নেন ২ উইকেট।

জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। নবম ওভারে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে অতিথিরা। অধিনায়ক ফিঞ্চ একাই লড়াই করে ৪১ বলে ৬ ছক্কা আর ৭ চারে ৮৪ রান করেন। তাকে রশিদ ফিরিয়ে দেওয়ার পর আর পেরে উঠেনি অতিথিরা। অ্যাগার ফিরেন ২৯ রান করে। দুই ছক্কায় অ্যান্ড্রু টাই করেন ২০ রান।

ম্যাচে মাত্র ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড

২০ ওভারে ২২১/৫ (রয় ৪৪, বাটলার ৬১, মর্গ্যান ১৫, হেলস ৪৯, রুট ৩৫, বেয়ারস্টো ১৪*, মইন ০*; স্ট্যানলেক ১/৪৪, অ্যাগার ০/৩৪, সয়েপসন ২/৩৭, রিচার্ডসন ০/৫৯, টাই ০/৩৭, স্টয়নিস ১/৯)

অস্ট্রেলিয়া

১৯.৪ ওভারে ১৯৩ (শর্ট ১৬, ফিঞ্চ ৮৪, ম্যাক্সওয়েল ১০, হেড ১৫, কেরি ৩, স্টয়নিস ০, অ্যাগার ২৯, টাই ২০, রিচার্ডসন ০, সয়েপসন ৩*, স্ট্যানলেক ৭; উইলি ১/৩১, জর্ডান ৩/৪২, প্লানকেট ২/৩৪, রশিদ ৩/২৭, মইন ১/৫৮)

ফল

ইংল্যান্ড ২৮ রানে জয়ী

সিরিজ

এক ম্যাচের সিরিজে ইংল্যান্ড জয়ী

 

ম্যান অব দ্য ম্যাচ

আদিল রশিদ

একে//