ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার ডেপুটি মানিষ সিসোডিয়ার বিরুদ্ধে দন্ডনীয় ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। মুখ্য সচিব অংশু প্রকাশ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপস্থিতিতেই তার আম আদমি পার্টির (আপ) বিধায়করা তাকে হেনস্তা করেছে।

সূত্রে জানা গেছে, এ ঘোটনায় তথ্য এবং স্টেটমেন্টের ভিত্তিতে পুলিশ একটি চার্জ-শিট প্রস্তুত করেছে যা শীঘ্রই প্রকাশ করা হবে।

মুখ্য সচিব অংশু প্রকাশ অভিযোগ জানিয়েছেন যে, ১৯ শে ফেব্রুয়ারি কেজরিওয়ালের বাড়িতে এক রাত্রিকালীন বৈঠকে তাকে মারধর করা হয়। অংশু প্রকাশ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপস্থিতিতেই তার আম আদমি পার্টির (আপ) বিধায়করা তাকে হেনস্তা করে।

এই বক্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইতিমধ্যে দুইবার তল্লাশি করা হয়েছে। যদিও আপের তরফ থেকে জানানো হয়েছে যে, প্রকাশ সহ আরও কয়েকজন আমলা এই বৈঠকে উপস্থিতই ছিলেন না।

সরকারি আমলাদের ``বয়কট`` প্রত্যাহারের দাবিতে কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ তার কয়েকজন বিধায়ক উপ-রাজ্যপাল অনিল বৈজল-এর অতিথিশালায় নয় দিন ধর্নায় বসেছিলেন।

সূত্র-এনডিটিভি

আরকে//