ফের কোটার আন্দোলন: শনিবার ঘোষণা
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৬ পিএম, ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার
বিসিএসসহ সরকারি সব চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে ফের আন্দোলনে নামছে শিক্ষার্থীরা। আন্দোলনের বিষয়ে আগামী শনিবার সংবাদ সম্মেলন আহ্বান করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সম্মেলনে ফের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।
সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমরা ৫ দফা দাবি আদায়ে আন্দোলন করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের আশ্বাস এখনো বাস্তবায়ন হয়নি। আমরা বুঝতে পারছি, সহজে দাবি আদায় হবে না। আগামী শনিবার সংবাদ সম্মেলন আছে, সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত ১১ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, সরকারি চাকরিতে আর কোনো কোটা থাকবে না। সে সময়ে দ্রুত কোটা বাতিল কিংবা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি করেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকারি দলের নেতারাও তাদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিয়েছিলেন। এরপর প্রায় আড়াই মাস কেটে গেছে। কোটা নিয়ে কোনো প্রজ্ঞাপন সরকার জারি করেনি। কবে হবে তারও কোনো ইঙ্গিত দেইনি।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেন, ৫ দফা দাবির আলোকে প্রজ্ঞাপন জারি না হলে শিগগিরই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
আরকে//