কর্মস্থলে ফিরতে শুরু হয়েছে জনস্রোত
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৩:১৫ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার
প্রিয়জনের সঙ্গে ঈদ করার পর আবারও কর্মস্থলে ফিরতে শুরু হয়েছে জনস্রোত। ভোর থেকেই রাজধানীর বাস-টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্ট্রেশনগুলোয় মানুষের উপচে পড়া ভিড়। ছুটি শেষ হয়ে যাওয়ায় কর্মস্থলে যোগ দিতেই ফিরে এসেছেন তারা।
কাজে যোগ দেয়ার তাড়া। তাই জীবনের তাগিদে, শেকড়ের টানে ছেদ ঘটিয়ে পিচঢালা পথ আর কংক্রিটের দেয়ালে ঘেরা শহরে ফিরছেন লাখো মানুষ।
ভোরের আলো ফোটার আগেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চ এসে ভিড়তে থাকে রাজধানীর সদরঘাটে। প্রতিটি লঞ্চেই ছিল ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের উপচে পড়া ভিড়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে চড়ে কমলাপুর রেলস্টেশনে নেমেছেন হাজারো মানুষ। গ্রামের সবুজ-শ্যামলা গৃহে ঈদের ছুটি কাটিয়ে তারা শুরু করবেন শহুরে ছকবাঁধা জীবন। যেখানে কেবলই কর্মব্যস্ততা।
রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঢাকায় ফেরা মানুষের পদচারণা। বিভিন্ন বাস থেকে টার্মিনালে নামছেন হাজারো যাত্রী।
কর্মের তাগিদে ফিরে আসতে হলেও প্রিয়জনের সাথে ঈদ করতে পেরে খুশী তারা।