উভয় স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক ও লেনদেন
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬ মঙ্গলবার
সূচক ও লেনদেনের উর্ধমূখী প্রবণতায় শেষ হয়েছে সপ্তাহের তৃত্বীয় কার্যদিবসের লেনদেন। মঙ্গলবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে গতদিনের তুলনায় লেনদেন ও সূচক কিছুটা বেড়েছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১০৭টির, আর ৫১টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য দাঁড়ায় ৩৩৬ কোটি ৮১ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৫৭০ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। মঙ্গলবার সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৮৩টি, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২৯ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।