ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০২:৩৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার

রাজধানীর নয়াপল্টনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর অবস্থায় রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা রফিকুল। মৃত রফিকুলের ছোট ভাই আবদুল জব্বার জানান,  দুই দিন ধরে নয়াপল্টনের ওই নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তাঁর ভাই। আজ সকালে তিনি ক্রেনের মাধ্যমে নিচ থেকে ছাদে ইট-বালু তুলছিলেন। নির্মাণসামগ্রীভর্তি বালতি ক্রেন থেকে হাত দিয়ে টেনে ছাদে নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছ।

 

 টিআর/