ফিফা বিশ্বকাপ ২০১৮
বর্ণবাদী আচরণের অভিযোগে দুই মার্কিন উপস্থাপক বহিষ্কার
প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
শক্তিশালী জার্মানি হেরে গেলো দক্ষিণ কোরিয়া কাছে। ম্যাচ জয় উদযাপনের সময় বর্ণবাদী অঙ্গভঙ্গি করায় আমেরিকান টেলিভিশন চ্যানেল ‘টেলিমুন্ডো’র দুই উপস্থাপককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২৭ জুন) বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে দক্ষিণ কোরিয়া। ম্যাচটির সময় ‘উন নুয়েভো দিয়া’ নামের একটি মর্নিং শো উপস্থাপনা করছিলেন এ দুই উপস্থাপক। তাহহান ও বেনকোসোম নামের এ দুই উপস্থাপক অনুষ্ঠানের সেটে দক্ষিণ কোরিয়ার জয় উদযাপনের সময় আঙুল দিয়ে চোখের আকৃতি ছোট করে বর্ণবাদী অঙ্গভঙ্গি করেন।
টেলিভিশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, উপস্থাপকদের এ ধরনের আচরণ তাদের মূল্যবোধ ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, মর্নিং শো’তে দুই উপস্থাপক তাহহান ও বেনকোসোমের ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গির জন্য আমরা অত্যন্ত দুঃখিত। এ অঙ্গভঙ্গি দক্ষিণ কোরিয়ার ফুটবল দলকে আহত করেছে। এ ধরনের আচরণের ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়। এ কারণে ওই দুই উপস্থাপককে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।
এসি