পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যেভাবে বিশ্বকাপ খেলা দেখছে (ছবি)
প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৪৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
বাঙালিরা উৎসব প্রিয় জাতি। যেকোনো আয়োজন উৎসব নিয়ে মেতে থাকে তারা। উৎসব- আয়োজনের পাশাপাশি খেলা আনন্দের অন্যতম অনুসঙ্গ। বাঙালি ক্রিকেট পাগল জাতি হলেও ৪ বছর পরপর ফুটবল বিশ্বকাপ আসলে ক্রিকেট মাথা থেকে উধাও হয়ে যায়।
একইসঙ্গে চলে পতাকা বানানো, তর্ক-বিতর্ক এমন কী মারামারি পর্যন্ত হয়ে থাকে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত হয়ে চলতে থাকে খেলা দেখা। রাত জেগে খেলা দেখা, আর উন্মাদনার এমন চিত্র মাসব্যাপী আনন্দে মাতিয়ে রাখে পুরো বিশ্ববাসিকে। বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে মানুষে মানুষে সূচিত হয় ঐক্যের দৃঢ় বন্ধন।
বিশ্বের এমন অনেক দেশ আছে যারা বিশ্বকাপে না খেলেও ফুটবল উন্মাদনায় মেতে ওঠে। ফিফার সৌজন্যে দেখে নেওয়া যাক বিশ্বের কিছু দেশের মানুষের বিশ্বকাপ দেখার চিত্র:
সোমালিয়ার বানাদিরতে মঙ্গাদিসু এলাকায় একটি বাড়িতে নারী-পুরুষ একসঙ্গেই দেখছে বিশ্বকাপ। ছবি : ফিফা
শুরু করা যাক হাইতির পোর্ট অব প্রিন্স দিয়ে। ছবি : ফিফা
আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে চলছে খেলা দেখা। ছবি : ফিফা
কুয়েতের একটি রেস্টুরেন্টে বড় পর্দায় দেখা হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ছবি : ফিফা
সৌদি আরবের ফুটবলাররা শাস্তি থেকে বেঁচে গেছে মিশরকে শেষ ম্যাচে হারিয়ে। রাজধানী রিয়াদে রীতিমতো বড় পর্দায় দেখা হয়েছে খেলা। ছবি : ফিফা
আমাজন, ব্রাজিলের সাও রামানদো। ছবি : ফিফা
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ শহরের একটি বাড়িতে নারী-পুরুষ সদস্যা একসঙ্গে দেখছেন বিশ্বকাপ। ছবি : ফিফা
কেআই/এসি