প্রত্যাশায় নয়, ব্রাজিল বাঁচে বাস্তবে: তিতে
প্রকাশিত : ১১:৫৭ পিএম, ২৯ জুন ২০১৮ শুক্রবার
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বিদায় নিল রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্বে। আর্জেন্টিনাও ধুঁকতে ধুঁকতে নিশ্চিত করেছে শেষ ষোলো। তাই অনেকেই এবারের বিশ্বকাপে ফেভারিট ভাবছে ব্রাজিলকে। সেলেসাওদের নিয়ে প্রত্যাশাটা যখন উঁচুতে, সেখানে ব্রাজিল কোচ তিতে রয়েছেন বাস্তবতার জমিনে। প্রত্যাশার কথা আসতেই তিতের উত্তর, ‘কিসের প্রত্যাশা? প্রত্যাশায় নয়, ব্রাজিল বাঁচে বাস্তবে।’
বাস্তববাদী বলেই কোচ তিতে চাপ সামলাতে ভারসাম্য রক্ষার কথাই বললেন গণমাধ্যমকে, ‘আমরা এমন একটি দল যারা চাপ নিয়ে মানসিকভাবে মুখোমুখি হয়ে থাকি। যারা একই সঙ্গে ভারসাম্যপূর্ণ- গুরুত্বপূ্র্ণ মুহূর্তে যারা বিকল্প নিয়েও ভাবতে পারে।’
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্স ছিল এখন পর্যন্ত সেরা। সোমবার সেই দলটিই মুখোমুখি হচ্ছে মেক্সিকোর। এমন দলটির বিপক্ষে প্রত্যাশার প্রসঙ্গ যখন আসে তখন তিতে প্রতিপক্ষকে ছাঁচে ফেলেই নির্ধারণ করতে চান প্রত্যাশার মাপকাঠি, ‘ওরা শক্তিশালী দল। যারা জার্মানি ও কোরিয়াকে হারিয়েই নকআউটে এসেছে। এই মুহূর্তে আমাদের কাজ হবে মেক্সিকোর ভেতর-বাহির ঘেঁটে দেখা। যাতে করে নিজেদের প্রত্যাশার পরিধি বের করতে পারি।’
দলের বর্তমান পরিস্থিতি কী রকম এমন প্রশ্নে তিতের উত্তর, ‘বাজিকরদের মতো অবস্থা আমাদের না। আমাদের পরিস্থিতি হলো কীভাবে আমরা উন্নতি করবো সেটা নিয়ে ভাবা।’
এসি