ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

টিকে থাকার ম্যাচে আর্জেন্টিনার নতুন কৌশল? 

প্রকাশিত : ১২:০৭ এএম, ৩০ জুন ২০১৮ শনিবার

নাইজেরিয়ার সাথে জয়সূচক গোল করার পর মার্কোস রোহো যখন দৌড়াচ্ছেন ঠিক সে মুহূর্তে তাঁর কাঁধে চড়ে বসেছেন লিওনেল মেসি। যেন পুরো আর্জেন্টিনা দলটাই রোহোর কাঁধের ওপর ভর করেছে।

এমন প্রানবন্ত একটি গুছানো দল স্বস্তি দিতে পারে আর্জেন্টিনার সমর্থকদের। আর এ জন্য এবার নিজের ব্যক্তিগত নতুন কৌশল প্রয়োগ করাতে চান আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে।   

সাম্পাওলি কখনও একই একাদশ পরপর দুই ম্যাচে নামাননি। কিন্তু কোনো পরিবর্তন ছাড়াই তাঁকে একই দল মাঠে নামাতে হয়েছে। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম বলছে, নাইজেরিয়ার বিপক্ষে একাদশটাই রাখতে পারেন সাম্পাওলি। সেটাই তাঁর প্রথম ভাবনা। নাইজেরিয়া ম্যাচে প্রথমার্ধে দল যেভাবে খেলেছে, সেটাই এই একাদশের ওপর আস্থা রাখতে উৎসাহিত করছে সাম্পাওলিকে।  

নাইজেরিয়ার সাথে হিগুয়েইন নিষ্প্রভ ছিলো। দৃষ্টিকটু একটি সহজ সুযোগও হাতছাড়া করেছেন। বাঁচা–মরার ম্যাচে দলের একমাত্র ফরোয়ার্ডের এমন মিস! হিগুয়েইনের জন্য তা অবশ্য নতুন নয়। তবে বাইরে যতই সমালোচনা থাকুক, প্রথম ম্যাচে দারুণ গোল করা সার্জিও আগুয়েরোকে শিগগিরই প্রথম একাদশে সাম্পাওলি ফেরাবেন না। ক্রোয়েশিয়া ম্যাচের পর কোচের বিরুদ্ধে ক্ষোভমাখা মন্তব্য করার কারণেই এই পরিণতি কি না, এ নিয়ে গুঞ্জন রয়েছে। 

অবশ্য, সাম্পাওলি আরও দুটি বিকল্প রেখেছেন। গত ম্যাচে চোট পাওয়া এনজো পেরেজ পুরো ফিট হয়ে না উঠলে তখন অপশন বি-তে চলে যাবেন কোচ। সে ক্ষেত্রে বাদও পড়তে পারেন হিগুয়েইন। একাদশে দেখা যেতে পারে ক্রিস্টিয়ান পাভোনকে। পাভোন আর ডি মারিয়াকে দুই পাশে রেখে মেসি খেলবেন ফলস নাম্বার নাইন হিসেবে। 

আর্জেন্টিনার খেলায় গতি এসেছে, যেটা প্রথম দিকের খেলায় ছিল না। খেলায় থাকতে হলে আর্জেন্টিনাকে অবশ্যই নতুন ছকে হাঁটতে হবে। আর তার ব্যাতিরেক হলেই নিন্দার কাঁটা বিঁধবে আর্জেন্টিনা শিবিরে। অবশ্য, নাইজেরিয়ার সাথে দুর্দান্ত ম্যাচ খেলার পর মেসিদের চোখে এখন শিরোপা জেতার স্বপ্ন। আর শিরোপা জিততে হলে অবশ্যই দল কে নতুনত্ব দিতে হবে কোচ হোর্হে সাম্পাওলিকে।  

কেআই/এসি