জাতীয় ঐক্যের নামে নতুন চক্রান্ত: নাসিম
প্রকাশিত : ১২:১৭ এএম, ৩০ জুন ২০১৮ শনিবার
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, তথাকথিত জাতীয় ঐক্যের নামে আবার কিছু মুখ চেনা অশুভ শক্তি মাঠে নামার চক্রান্ত করছে। আন্দোলনে, নির্বাচনের মাঠে পরাজিত হয় এই ধরনের কিছু অশুভ শক্তি আছে; তারা সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভয় পায়।
শুক্রবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, “তারাই জাতীয় ঐক্যের নামে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই ঐক্যে কারা আছে আপনারা সবাই জানেন। আমরা দেখেছি তারা ঘোলা পানিতে মাছ শিকার করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়। যেটা আমরা অতীতে দেখেছি।”
গাজীপুরের নির্বাচনকে ‘জাল ভোটের উৎসব’ আখ্যায়িত করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেন, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য একটি ‘জাতীয় ঐক্য’ তৈরির কাজ করছেন, যা সফল হলে সরকার ‘তিন দিনও’ টিকতে পারবে না।
এর জবাবে জনগণকে ‘এদের বিষয়ে’ সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “১৪ দল অত্যন্ত সতর্ক। আগামী ডিসেম্বরে নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি কোনো অশুভ শক্তি, মুখচেনা লোকগুলো আবার বিএনপি-জামাতকে সমর্থন দেওয়ার নাম করে অরাজকতা সৃষ্টি করতে চায়, চৌদ্দদল শক্তিশালী হাতে মোকাবেলা করবে।”
গাজীপুরে স্থগিত হওয়া নয় কেন্দ্র বাদে বাকি সব কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও নির্বাচন পর্যবেক্ষকদের অন্যতম মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) বলেছে, ভোটের দিন যে ১২৯টি কেন্দ্রে তারা পর্যবেক্ষণ চালিয়েছে, তার মধ্যে ৪৬ শতাংশ কেন্দ্রে কোনো না কোনো ধরনের অনিয়ম হয়েছে।
এর প্রতিক্রিয়ায় নাসিম বলেন, পৃথিবীর কোনো নির্বাচনই কিন্তু সবার মন জয় করতে পেরেছে এমন নয়। বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, ব্রিটেনের নির্বাচনের কথা বলেন, ভারত বলেন এমনকি মালয়েশিয়ার যে নির্বাচন হল এটা নিয়েও অনেকে অনেক প্রশ্ন তুলেছে। কোনো নির্বাচন নিয়ে সবাই একশত ভাগ সন্তুষ্ট হবে না।
এই আওয়ামী লীগ নেতার ভাষায়, “নির্বাচন যুদ্ধের মত। নির্বাচনী যুদ্ধের মাঠে যে শক্তভাবে থাকতে পারবে, মানুষের মন জয় করতে পারবে, সেই নির্বাচিত হবে।”
এসি