ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো ঈদের ছুটিতে জমে উঠেছে

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার

ঈদের ছুটিতে জমে উঠেছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। পরিবারের সদস্যদের নিয়ে প্রতিদিন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। ঢাকা ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জনিয়েছে পুলিশ। অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে অনেকেই ছুটে এসেছেন তা উপভোগ করতে। এখানকার ঝুলন্ত সেতু, শুভলং-এর ঝর্না, রাজ বন-বিহার ও জেলা প্রশাসনের বাংলো অন্যতম আকর্ষণীয়। সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। বর্ষা মৌসুমে ঈদ আর ঢাকা ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার কারণে অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা কিছুটা কম বলে জানালেন সংশ্লিষ্টরা। তবে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছে পুলিশ।