ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভারতে জঙ্গি সংগঠনের নেতা তের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল কাশ্মীর

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার

ভারতে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা বুরহান ওয়ানি নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল কাশ্মীর। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ১১ জন। শনিবার বিকেলে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলায় কারফিউ উপেক্ষা করে বুরহান ওয়ানির মৃতদেহ নিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। জানাজার পর বিক্ষোভ আরো ভয়াবহ রূপ নেয়। ৩টি থানায় আগুন দেয় বিক্ষুব্ধরা। হামলা চালায় আরো ২০টি পুলিশ ক্যাম্পে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় আরো দুইশ’ মানুষ। এরমধ্যে ৯৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। পুলওয়ামা ও শ্রীনগরের অধিকাংশ এলাকায় এখনও কারফিউ জারি রয়েছে। বন্ধ রয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগসহ অধিকাংশ দোকানপাট ও অফিস-আদালত।