একীভূত হলো থিসেনক্রাপ ও টাটা স্টীল
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার | আপডেট: ১০:১৪ এএম, ১ জুলাই ২০১৮ রবিবার
জার্মানভিত্তিক প্রতিষ্ঠান থিসেনক্রাপ এবং ভারতের টাটা স্টীল ইউরোপে একত্রে ব্যবসা করবে। এর ফলে ইউরোপে দ্বিতীয় বৃহত্তম স্টীল প্রতিষ্ঠানে পরিণত হবে যৌথ এই উদ্যোগ।
গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই দুই প্রতিষ্ঠান তাদের একীভূত হওয়ার খবর প্রকাশ করে। এই একীভূত হওয়ার ফলে ইউরোপে টাটা’র বিভিন্ন স্টীল প্ল্যান্টগুলো ব্যবহার করতে পারবে থিসেনক্রাপ। এর মধ্যে যুক্তরাজ্যের ওয়েলসের পোর্ট টালবটে থাকা সবথেকে বড় প্ল্যান্টও আছে। প্রতিবছর ইউরোপের বাজার থেকে টাটা স্টীলের আয় হয় প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড। আর টাটা’র এসব প্ল্যান্টে প্রায় চার হাজার কর্মী কর্মরত আছেন।
টাটা এক বিবৃতিতে জানায়, তাদের এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য ছিল যেন তাদের প্রতিষ্ঠান থেকে অনাকাংখিতভাবে কর্মী ছাটাই করতে না হয়। প্রতিষ্ঠান দুইটি একত্রে কাজ করার জন্য প্রায় এক বছর যাবত নিজেদের মধ্যে দেনদরবার করে আসছে। প্রতিষ্ঠান দুইটিতে মোট ৪৮ হাজার কর্মী কর্মরত আছেন।
টাটা’র এক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, এই যৌথ ব্যবসার ফলে প্রতিষ্ঠান দুইটির বছরে প্রায় ৩৫০ থেকে ৪৪০ মিলিয়ন পাউন্ড অর্থ খরচ কম হবে।
টাটা স্টীলের প্রধান নতরঞ্জন চন্দ্রসেকারন বলেন, “এটা টাটা স্টীলের জন্য এক বড় মাইলফলক। আর আমরা চাই এই যৌথ উদ্যোগ অনেক দীর্ঘ সময় ধরে বলবত থাকুক। আমরা আত্মবিশ্বাসী যে, এই প্রতিষ্ঠান এর সকল অংশীদারদের জন্য লাভজনক কিছু করবে”।
প্রায় একই ধরনের মন্তব্য করে থিসেনক্রাপ।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস// এআর