ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

জঙ্গি দমনে কারিগরী ও বিশেষজ্ঞ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, যৌথ অভিযানের সম্ভাবনা নাকচ

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার | আপডেট: ০৮:৪৫ পিএম, ১০ জুলাই ২০১৬ রবিবার

জঙ্গি দমনে বাংলাদেশকে কারিগরী ও বিশেষজ্ঞ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সাথে বৈঠকে একথা জানান সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। তবে কোন ধরনের যৌথ অভিযানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। গুলশানে হলি আর্টিজান রেস্তোরা ও ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষিতে মার্কিন সহকারী সহকারী পররাষ্ট্রমন্ত্রী পুর্বনির্ধারিত তারিখের আগেই ঢাকায় এলেন। রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় বেলা সাড়ে বারোটা থেকে দুইঘন্টা বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে। পরে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। প্রায় তিনঘন্টার বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র, সহায়তাও করবে সব সময়ের মত। তবে যেকোন যৌথ অভিযানের কথা নাকচ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সাম্প্রতিক হত্যাকান্ড তদন্তে এফবিআইয়ের আসার বিষয়ে প্রশ্ন করলে বলেন, বিষয়টি তার জানা নেই। দীর্ঘ সময়ের এই বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ এবং ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সবাই দুদেশে পারস্পরিক সহযোগিতার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব।