হলি আর্টিজান রেস্তোরাঁ এলাকা পরিদর্শন করেছেন নিশা দেশাই বিসওয়াল
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০৮:৪৩ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার
সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনাস্থল গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এলাকা পরিদর্শন করেছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
স্প্যানিশ ওই রেস্টুরেন্টের সামনে অস্থায়ী বেদীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী। এ’সময় সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এর আগে, ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনারদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন এই মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী। <ংঃৎড়হম>বিকেল তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং <ংঃৎড়হম>বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্ধারিত বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।