ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এক নজরে ক্রোয়েশিয়া-ডেনমার্ক

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার

চলছে রাশিয়া বিশ্বকাপ। আজ রোববার রাত ১২টায় নিজনি নভগোরোদ ভেন্যুতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। সনি টেন ২, ৩, বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশনে খেলাটি দেখা যাবে। চলুন এবার এক নজরে দেখে নিই ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের গুরুত্বপূর্ণ কিছু তথ্য-

১. আজকের আগে সব মিলেয়ে ছয়বার দেখা হয়েছে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের। দুই দলই সমান দুটি করে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।

২. বড় কোনও টুর্নামেন্টে এর আগে একবারই দেখা হয়েছে তাদের। ১৯৯৬ ইউরোর গ্রুপপর্বের সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিলো ক্রোয়েশিয়া।

৩.  রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার সাত গোলের ছয়টিই হয়েছে দ্বিতীয়ার্ধে। আর গ্রুপর্বে তিন ম্যাচে দুই গোল করেছে ডেনমার্ক।

৪. আজ রোববার মাঠে নামলে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়ার পক্ষে দারিও সারনার সবচেয়ে বেশি ১৮ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন লুকা মরিচ। আর এবারের বিশ্বকাপে একমাত্র ডেনিশ খেলোয়ার হিসেবে লক্ষ্যে একাধিক শট নিয়েছেন ক্রিস্টিয়ানো এরিকসেন।

একে//