ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

রংপুরে জাপানি নাগরিক হত্যা মামলায় সন্দেহভাজন ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০৫:০০ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় সন্দেহভাজন ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ৩ জুলাই জেএমবির আট সদস্যের বিরুদ্ধে রংপুরের বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পুলিশ জানায়, গত ৩ অক্টোবর কাউনিয়ার আলুটারি গ্রামে কোনিওকে লক্ষ্য করে গুলি করে জেএমবির আঞ্চলিক কমাণ্ডার মাসুদ রানা। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করলেও পরে এ ঘটনায় জেএমবির সম্পৃক্ততা পায়। তবে এ মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা রাশেদুন্নবীসহ ৪ যুবদল নেতা ও নিহতের ব্যবসায়িক পার্টনার হীরার বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।