ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

‘কৌতিনিয়োকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে’

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ০৬:৪০ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার

জার্মানির বিপক্ষে প্রথম গোলের পরপরই আনন্দ উদ্‌যাপনের উচ্ছ্বাস মেক্সিকোজুড়ে! আরো একটা ভূমিকম্প হতে পারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ০-৩ গোলে হেরে।

জার্মানি অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারালেই তখন বিদায় মেক্সিকোর।৬ পয়েন্ট নিয়েও ফিরতে হতো দেশে। সেটা হয়নি দক্ষিণ কোরিয়ার অপ্রত্যাশিত জয়ে। নক আউটে সামনে এখন ব্রাজিল। সেই ম্যাচে নামার আগে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাই বললেন মেক্সিকান কোচ হুয়ান কার্লোস ওসোরিও।

তিনি বলেন, ‘সুইডেনের খেলার স্টাইলকে শ্রদ্ধা করি। কিন্তু এর সঙ্গে একমত নই আমি। অনেক দিন পর এ ধরনের ট্যাকটিকসে খেলা কোনো দলের বিপক্ষে খেলেছি। আমাদেরও ভুল ছিল। এই ম্যাচটা অনেক কিছু শিখিয়েছে আমাদের। যদিও লাতিনরা খেলে না ওদের মতো।’

 

এবারের আসরে ব্রাজিল এসেছে অন্যতম ফেভারিট হয়ে। গ্রুপ পর্বে অবশ্য দাপট ছিল না তাদের। প্রথম ম্যাচে নেইমাররা ড্র করেছিলেন সুইজারল্যান্ডের বিপক্ষে। কোস্টারিকাকে হারাতে হয়েছে ইনজুরি টাইমের দুই গোলে। তবে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে তেমন পরীক্ষা না দিয়ে। তিনটি ম্যাচেই অসাধারণ ছিলেন ফিলিপে কৌতিনিয়ো। তাঁকেই ভয় ওসোরিওর, নেইমার, উইলিয়ান, ডগলাস কস্তাদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে প্রশ্ন তুলবে না কেউ। কিন্তু ব্যবধান গড়ে দেয় শেষ পর্যন্ত কৌতিনিয়ো।ওকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমাদের।’

 

গ্রুপের শেষ ম্যাচে সুইডেন সেদিন খেলেছিল শক্তি আর সেটপিস নির্ভর ফুটবল। ব্রাজিলিয়ানদের খেলায় থাকে লাতিন শিল্প। তাই ওসোরিও ফিরে যেতে চান নিজের চেনা ছকে, আমরা তিন ডিফেন্ডারের সামনে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে খেলি।সেদিন খেলেছিলাম ৪-৩-৩ ছকে। সেটা কাজে আসেনি।নক আউটে আগের মতোই খেলব আমরা।’

সূত্র: ও’গ্লোবো

কেআই/  এআর