ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নন এমপিও

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে অাত্মাহুতি!

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের চলমান অামরণ অনশন কর্মসূচি চলছে। অাজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ম দিনের মতো চলমান এ কর্মসূচিতে সারা দেশ থেকে অাসা শিক্ষকদের যোগ দিতে দেখা যায়।

অান্দোলন কর্মসূচি চালাতে গিয়ে ইতোমধ্যে ১২৮ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যায়। এদের মধ্যে সংগঠনের ( নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন)- এর সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায় গত রাত দশটায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নং ওয়ার্ডের EX 4 বেডে অাশঙ্কাজনক অবস্থায় অাছেন।

এছাড়াও ইতোমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঝালকাঠি জেলার বেগম রাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. গোলাম মোস্তফা, রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা অাদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অালী প্রামাণিক, দিনাজপুর জেলার বিরল উপজেলার বিরল দারুসসুন্না অালিম মাদ্রাসার শিক্ষক মো. ফেরদৌস অালম, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বামনহাটা বালিকা বিদ্যালয়ের শিক্ষক অাবদুল কুদ্দুস।

হাসপাতাল ঘুরে দেখা যায় তারা যথাক্রমে ৬০২ নং ওয়ার্ডের EX 3 নং বেডে, ৭০২ নং এর ওয়ার্ড ফ্লোরে, ৭০২ নং ওয়ার্ড ফ্লোরে ও ৭০১ নং ওয়ার্ড ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন।

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরও নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এখনও এমপিও ভুক্ত হয়নি। তাই অামরা অামরণ অনশন চালিয়ে যাচ্ছি। অামরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। অামাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলে সমস্যার সমাধান হবে। নয়তো যে কোর মুহুর্তে অামরা অাত্মাহুতির ঘোষণা দেব।

উল্লেখ্য, ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও করার কমর্সূচি দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।


অা অা/এসএইচ/