এস আলম গ্রুপে চাকরির সুযোগ
প্রকাশিত : ১১:১৩ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩৬ পিএম, ১ জুলাই ২০১৮ রবিবার
এস আলম এর অঙ্গ প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড ও এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড নিন্ম বর্ণিত পদে জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
০১.পদের নাম
সহকারি কেমিস্ট
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
* এম.এস.সি/বিএসসি (রসায়ন) পাশ হতে হবে।
* প্রতিষ্ঠিত কোন কোম্পানিতে সহকারি কেমিস্ট পদে কমপক্ষে ৩ (তিন) বছর কাজের অভিজ্ঞতা থাকতে
হবে।
*বয়স ৩৫ মধ্যে হতে হবে।
০২. পদের নাম
শিফট ইনচার্জ (বোতল প্লান্ট/ ফিলিং প্লান্ট)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
* মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে।
* প্রতিষ্ঠিত কোন কোম্পানিতে বোতল প্লান্ট/ ফিলিং প্লান্টে শিফট ইনচার্জ পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* বয়স ৩৫ এর মধ্যে থাকতে হবে।
০৩. পদের নাম
শিফট ইনচার্জ (এডিবল অয়েল)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
*মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে।
*প্রতিষ্ঠিত কোন কোম্পানিতে ভোজ্য তেলের chemical Refinery & Dry Fractionation plant কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* বয়স কমপক্ষে ৩৫ হতে হবে।
০৪. অপারেটর (বোতল প্লান্ট/ ফিলিং প্লান্টে)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
*এসএসসি পাশ/সরকারি কোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। (BITAC/BKTTC)
* প্রতিষ্ঠিত তেল রিফাইনারি কোম্পানিতে বোতল প্লান্ট/ফিলিং প্লান্টে অপারেটর পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* বয়স ৩৫ মধ্যে হতে হবে।
০৫. পদের নাম
অপারেটর (এডিবল অয়েল)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
*এসএসসি পাশ/সরকারি কোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেমন (BITAC/BKTTC ) হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
* প্রতিষ্ঠিত কোন কোম্পানিতে ভোজ্য তেলের Chemical Refinery & Dry Fractionation Plant এ কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।
০৬. পদের নাম
ইলেক্ট্রিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
*এসএসসি/সরকারি কোন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ( BITAC/ BKITC) হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
* প্রতিষ্ঠিত তেল রিফাইনারি কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
*বয়স কমপক্ষে ৩৫ হতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষ
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা জাতীয় সনদপত্র ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বরাবরে আবেদনপত্র আগামি ১৫ জুলাই ২০১৮ মধ্যে নিন্ম ঠিকানায় পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
ঠিকানা
প্রধান, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, এস আলম গ্রুপ
এস আলম ভবন,২১১৯, আছাদগঞ্জ, চট্টগ্রাম
কেআই/এসি