ইনিয়েস্তা অধ্যায়ের সমাপ্তি
প্রকাশিত : ১০:২০ এএম, ২ জুলাই ২০১৮ সোমবার
কিছুদিন আগেই বার্সেলোনার সঙ্গে এক যুগের সম্পর্কের ইতি ঘটিয়েছেন ইনিয়েস্তা। ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারে দাড়ি টেনে দিবেন। হ্যা, রাশিয়ার কাছে হারের পরই সংবাদ সম্মেলনের সেই মাহেন্দ্রক্ষণে ঘোষণা দিলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই আমার শেষ ম্যাচ। স্পেনের জার্সিতে আর মাঠে নামা হবে না আমার। অসাধারণ এক অধ্যায়ের সমাপ্তি হলো। অনেক সময় মানুষ যেভাবে শেষ করার স্বপ্ন দেখেন, অনেক সময় তা নাও হতে পারে।’
ঘোষণাটা যে আসবে, তা মোটামুটি সবাই জানত। এটাই তাঁর শেষ বিশ্বকাপ সেটাও আগেই জানা ছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। রাশিয়ার বিপক্ষে হারের পর সেটাই জানিয়ে দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। আন্তর্জাতিক ফুটবলে তাঁকে আর দেখা যাবে না।
বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর জাতীয় দলের জার্সি খুলে রাখার সিদ্ধান্তটা জানিয়ে দেন ইনিয়েস্তা। স্পেনের জার্সিতে ১৩১ ম্যাচ খেলেন স্পেনের এই মিডফিল্ডার।
২০০৬ সালে স্পেনের জার্সিতে অভিষেকের পর এই এক যুগে ইনিয়েস্তা কি জেতেননি! স্পেনের ফুটবল ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা এসেছে তাঁর পা থেকে। ২০১০ বিশ্বকাপ ফাইনালে সেই যে ইনিয়েস্তার জয়সূচক গোলটা। ওই গোলটার জন্যই তো বিশ্বকাপ ঘরে তুলতে পেরেছিল স্পেন। দক্ষিণ আফ্রিকায় সেই বিশ্বকাপের আগে ও পরে দুটি ইউরো জয়েও দারুণ ভূমিকা রেখেছিলেন গত এক যুগের অন্যতম সেরা এই মিডফিল্ডার।
এমজে/