ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ভারতে বুরহান ওয়ানির নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ বাড়ছেই

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ০৫:২৪ পিএম, ১১ জুলাই ২০১৬ সোমবার

ভারতে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা বুরহান ওয়ানির নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ বাড়ছেই। এখন পর্যন্ত এক পুলিশ সদস্যসহ সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২১ জন। <ংঃৎড়হম>রোববার সন্ধ্যায় বিক্ষোভকারীরা এক পুলিশ সদস্যকে গাড়িসহ নদীতে ফেলে দিলে তার মৃত্যু হয়। শনিবার থেকে চলা বিক্ষোভে আহত হয়েছে দুই শতাধিক মানুষ। এরমধ্যে ৯৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। কাশ্মির জুড়ে কারফিউ চললেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে সবখানে। গেলো দুইদিনে কয়েকটি থানা ও পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। কাশ্মিরে রেল যোগাযোগ, প্রধান প্রধান সড়কে যান চলাচল, অফিস-আদালত, স্কুলসহ ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।