ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নিরাপত্তার দায়িত্ব কোনো ছাত্রসংগঠনকে দেওয়া হয়নি: ঢাবি প্রক্টর

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধানের দায়িত্বে আমরাই আছি (প্রক্টরিয়াল বডি)। ছাত্রলীগ বা কোনো ছাত্র সংগঠনকে এ দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানি।

আজ সোমবার সকালে কোটা আন্দোলনকারীদের ওপর ফের হামলার পর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

গোলাম রাব্বানি বলেন, ছাত্রদের উপরে হামলা হয়েছে এমন কোনো অভিযোগ এখনও আসেনি। যদি সত্যিই ঘটে, সেটা আমাদের প্রক্টরিয়াল বডি দেখবে। কোনো ছাত্র সংগঠনকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়নি।

কোটা আন্দোলনকারীদের অভিযোগ আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগ। বেশ কয়েকবার কর্মসূচি পালনের চেষ্টা করলেও ছাত্রলীগের মারধোরের শিকার হয়ে এলাকা ছেড়েছেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১ টার দিকে শহীদ মিনার এলাকায় অর্ধশত কোটা সংস্কার আন্দোলনকারী সমাবেশ শুরু করেন। কিছুক্ষণ পর ছাত্রলীগের বিশ-পঁচিশজন কর্মী এসে হামলা চালায়।

এ সময় হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি সেখানে উপস্থিত ছিলেন। তার অনুসারি কয়েকজন ছাত্রলীগ কর্মীকে কোটা আন্দোলনকারীদের পেটাতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

 টিআর/ এআর