পপুলারে র্যাবের অভিযান, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক জব্দ
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার
রাজধানীর ধানমন্ডি-২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (ডায়াগনস্টিক টেস্টে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান) জব্দ করেছে র্যাব।
সোমবার দুপুর ১টায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের লেভেল-১০ এর স্টোর রুম থেকে বিপুল পরিমাণ রি-এজেন্ট উদ্ধার করা হয়।
আটককৃত রি-এজেন্টের মধ্যে সিমেন্স গ্রুপের স্ট্যান্ডার্ড হিউম্যান প্লাজমার মেয়াদ ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর এবং ক্যাপিলারিস ইমিউনোটাইপিংয়ের মেয়াদ ২০১৭ সালের জুনে শেষ হয়।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযান শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এসি