ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

বি চৌধুরী চিকিৎসক হলেও তাকে ডাক্তার দেখানো দরকার: হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে এত উন্নয়ন হচ্ছে। কিন্তু কেউ কেউ উন্নয়ন দেখতে পান না। আগে শুধু বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পেত না। এখন তাদের সঙ্গে যোগ দিয়েছে ন ড. কামাল হোসেন, ডা. বদরুদ্দোজা চৌধুরী। ডাক্তার বি চৌধুরী নিজে ডাক্তার হলেও তাকে চিকিৎসক দেখানো দরকার। ড. কামালকেও ডাক্তার দেখানো দরকার।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিব জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। `গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা` শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাশ।

 হাছান মাহমুদ বলেন, আগে বাংলাদেশ বিশ্ব সংবাদ হতো লঞ্চডুবি হলে বা ঘূর্ণিঝড় হলে। আর বিশ্ব সংবাদ হয় মেয়েরা ক্রিকেটে চ্যাম্পিয়ন হলে। এখন বাংলাদেশের পতাকা মহাকাশে উড়ে। সমুদ্রের বুকে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ৭৪- এ সীমান্ত চুক্তি হলেও এর মধ্যে ভারতে অনেক সরকার আসে যায়। কাউকে দিয়ে সীমানা নির্ধারণ এদেশের কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু শেখ হাসিনা সেসব সমস্যা সমাধান করেছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, রাজশাহী, বরিশাল, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন। সেজন্য আপনাদের অভিনন্দন। রংপুর সিটিতে আপনারা তৃতীয় হয়েছিলেন। কিন্তু গাজীপুরে দ্বিতীয় হয়েছেন। মানে আগের চেয়ে ভালো করছেন। চেষ্টা করে যান।
আআ / এ্রআর