কর্মজীবি মানুষ আজও ফিরেছেন ঢাকায়
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৪৫ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার
আজ মঙ্গলবার ও ঢাকায় ফিরেছেন অসংখ্য কর্মজীবি মানুষ। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ফিরছেন তারা। জানালেন, এবার বাস, লঞ্চ ও ট্রেনে ঝামেলা পোহাতে হয়নি। তাদের কর্মচাঞ্চল্যে যেনো ছুটির আড়মোড়া ভেঙ্গে পুরনো চেহারায় ফিরছে রাজধানী।
নাগরিক কোলাহল ছেড়ে প্রায় এক সপ্তাহেরও বেশী সময় স্বজনদের সাথে কাটানোর পর আবারও রাজধানীতে ফিরেছেন নগরবাসী। একটা ট্রেন এলেই কমলাপুর রেলস্টেশন যেনো শত মানুষের চত্বরে রূপ নিচ্ছে। স্বাভাবিকের চেয়ে একটু বেশী যাত্রী হলেও স্বজনদের সাথে ঈদ করতে পেরেই আনন্দিত তারা।
একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। আগে নদী পথে নানা সমস্যার কথা শোনা গেলেও, এবারের ব্যবস্থাপনায় সন্তোষ জানান তারা।
তবে, কিছু ক্ষেত্রে খানিকটা ভোগান্তি ছিলো। ঢাকায় ফিরে সিএনজি ও বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে নগরবাসীকে।
এদিকে বেশ কদিন ফাঁকা থাকার পর প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে ঢাকার রাজপথ। আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন হয়েছে স্বাভাবিক।