ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রাজিল-মেক্সিকো: কার জয়ের সম্ভাবনা কত?  

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যেতে একটু পরেই মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। হেক্সা মিশন সফল করতে আজ কি পারবে নেইমাররা মেক্সিকোর বাধা টপকে যেতে?  

অতীত রেকর্ড, পরিসংখ্যান সবকিছুই নেইমারদের পক্ষে কথা বলছে। বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে এরআগে চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। একবারও জিততে পারেনি উত্তর আমেরিকার দলটি। তারা একবার মাত্র ড্র করতে পেরেছে, আর হেরেছে তিনবার।  

এই চার বারের মোকাবেলায় একবারও গোল হজম করতে হয়নি তিতের নেইমার-মার্সেলোদের। বরং ১১ বার মেক্সিকোর জালে বল জড়িয়েছে ব্রাজিল।

শুধু তাই নয় ১৯৯০ সালের পর থেকে কোন বিশ্বকাপ আসরে কোয়ার্টার ফাইনালের আগে বাদ পড়েনি ‘সাম্বা’ ফুটবলের জনক ব্রাজিল।

বিশ্বকাপ ছাড়াও সুখের অভিজ্ঞতা আছে ব্রাজিলের। মেক্সিকোর সঙ্গে এর আগে মোট ৪০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল। এর মধ্যে ২৩টিতেই জয় পেয়েছে ব্রাজিল। আর ১০টিতে জিতেছে মেক্সিকো। বাকি ম্যাচগুলো ছিল অমীমাংসিত।

গুগলের জয় সম্ভাবনা সূচকও কথা বলছে ব্রাজিলের পক্ষে। এতে বলা হয়েছে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৩ শতাংশ। অন্যদিকে মেক্সিকোর জয়ের সম্ভাবনা বলা হয়ে ১৫ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভবনা রয়েছে ২২ শতাংশ।

ফুটবল খেলায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যেতে ম্যাচের ভাগ্য। এখানে অতীত পরিসংখ্যান গৌণ হয়ে যায় দলীয় পারফরম্যান্সের কাছে। তাই ডি-বক্সের কাছে যে দল মাথা ঠাণ্ডা রেখে বল কাজে লাগাতে পারবে সেই দলই পাবে কোয়ার্টার ফাইনালের টিকেট।  

এসি