ফ্রান্সের সাইক্লিস্টের বিরুদ্ধে ডোপিং কেস বাতিলের সুপারিশ
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার
চারবার ট্যুর ড্য ফ্রান্স শিরোপা বিজয়ী ক্রিস ফ্রুমের বিরুদ্ধে আনা এন্টি ডোপিং মামলা বাতিলের সুপারিশ করা হয়েছে। দ্য ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সী এর সুপারিশ ও পরামর্শে সাইক্লিং বিষয়ক বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ইউসিআই ফ্রুমের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
২০১৭ সালে ভুয়েটা এসপানা প্রতিযোগিতার সময় ক্রিস ফ্রুমের মূত্রে সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত পরিমাণে এস্থামা ড্রাগ পাওয়ার অভিযোগ করেছিল ইউসিআই। তবে দীর্ঘ তদন্তের পর সংস্থা দুইটি জানায় যে, ৩৩ বছর বয়সী এথলেট ফ্রুম ড্রাগ আইনের কোন বরখেলাপ করেননি।
এই ঘটনার আনন্দিত ফ্রুম এক বিবৃতিতে বলেন, “আমি কৃতজ্ঞ এবং ভারমুক্ত যে বিষয়টির একটি সুরাহা হলো। গত নয় মাস খুবই আবেগী ছিল। এই সময়ে আমার পাশে থেকে যারা সাহায্য করেছেন তাদের প্রতি ধন্যবাদ। আমি শুরুতেই বলেছিলাম যে, আমি কখনই একজন বিজয়ীর জার্সির অপমান করব না। আর আমার শুরু থেকেই বিশ্বাস ছিল যে, শেষ পর্যন্ত এই কেস বাতিল হবে। কারণ আমি জানতাম যে, আমি কিছুই করিনি”।
গত ৯ সেপ্টেম্বর ‘দ্য ব্রিটন’ খ্যাত ফ্রুমের ওপর ডোপ টেস্ট করে ফ্রুমের মূত্রে প্রতি মিলিলিটার পরিমাণে এক হাজার ন্যানোগ্রাম সালবুটামল পাওয়া গিয়েছিল।
আগামী শনিবার থেকে শুরু হওয়া ট্যুর ড্য ফ্রান্সে অংশ নেওয়ার কথা আছে ক্রিস ফ্রুমের।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস//এসি