ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

রাজশাহী নির্বাচনে আমরা জয়ী হব: নানক

প্রকাশিত : ১০:২৩ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) কোনও কেন্দ্রে নৌকা প্রতীকে কম ভোট পড়লে সংশ্লিষ্ট এলাকার নেতাদের জবাবদিহি করতে হবে। আর বেশি ভোট পড়লে পুরস্কৃত করা হবে।

এসময় তিনি জয়ের নিশ্চিয়তা দিয়ে বলেন, আগামী ৩০ জুলাইয়ের নির্বাচনের মধ্য দিয়ে মেয়র নির্বাচিত হবেন খায়রুজ্জামান লিটন। তাই এখন লিটনের কাছে ঘোরাঘুরি না করে আপনারা (নেতাকর্মী) ভোটারের ঘরে ঘরে যান।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে আমরা জয়লাভ করবোই। কারণ কি জানেন? ওই যে ২০০৮ সালে পরাজিত হয়েছিলাম। আমাদের নেতাদের মধ্যে অনৈক্য ছিল, গাছাড়া ভাব ছিল। এখন তা নেই। নেত্রী খবর পেয়ে খুব সন্তুষ্ট। রাজশাহী সিটি করপোরেশনের আগামীর মেয়র খায়রুজ্জামান লিটন।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জের এমপি গোলাম মোস্তফা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, দলের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার এবং জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার প্রমুখ।

এমএইচ/ এসএইচ/