শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত
প্রকাশিত : ০১:৩০ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৮:৪০ পিএম, ১২ জুলাই ২০১৬ মঙ্গলবার
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দফতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথের উপর নজরদারি আরো বাড়ানো হবে। সাম্প্রতিক সময়ে জঙ্গি কর্মকাণ্ডের সাথে এই বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা সবচেয়ে বেশি উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন মন্ত্রী।